.png)
চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি প্রশিক্ষণের সময় ছোড়া গুলিতে এক যুবক আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিজিবি ক্যাম্পের কাছে ফায়ারিং অনুশীলন চলাকালে হঠাৎ একটি গুলি গিয়ে স্থানীয় যুবক বাবুর বুকে আঘাত হানে বলে জানা গেছে। তিনি শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই আশপাশের লোকজন বাবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, “দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।”
ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কীভাবে প্রশিক্ষণ চলাকালে গুলি বাইরে এসে পৌঁছাল, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।