
আগামি ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতা সংগঠিত করার প্রস্তুতি চলছিল বলে জানায় পুলিশ। এসময় সংঘবদ্ধ অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ নেতাকর্মীকে আটক করা হয়।
এ ছাড়া জেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযানে আরও ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটারসহ নাশকতার কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে এখনো কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ সমাবেশ ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশে ছাত্রলীগের কর্মীরা জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করলে এলাকাবাসীর মাঝে আতঙ্ক তৈরি হয়। নাশকতা পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।
ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া অবস্থায় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার নানা উপকরণ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হচ্ছে এবং সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করাও চলছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে সূচনার অর্থায়নে শহরে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৯ জনসহ জেলায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ বিভিন্ন উপকরণ উদ্ধার হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।