
দেশের জলাশয় ও পরিবেশ সুরক্ষায় জনগণের অংশগ্রহণকে সময়ের দাবি উল্লেখ করে সকলকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের দাঁড়িপাড়া গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ঢাকা মহানগর ও বিভিন্ন উপজেলা এলাকার মোট ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও সংরক্ষণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা প্লাস্টিকের কোনো পণ্য ব্যবহার করব না। পাটের তৈরি ব্যাগ দিয়ে বাজার করব, পলিথিন ব্যাগ ব্যবহার করব না।”
তিনি আরও জানান, পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে প্লাস্টিক বর্জন এখন জরুরি প্রয়োজন।
উপদেষ্টা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকলে জলাশয়গুলো স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব। তার ভাষায়, “জলাশয় রক্ষায় সবাইকে সতর্ক হতে হবে। সরকারের দায়িত্ব খাল খনন করা। কিন্তু সেই খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণকেই পালন করতে হবে।”