
ঝিনাইদহে রাতের আঁধারে মশাল হাতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা ও কর্মী।
জেলা ছাত্রলীগের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে মোট ৬-৭ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রাথমিক তথ্যে দেখা গেছে, মিছিলটি মাত্র ৫৪ সেকেন্ডের জন্য স্থায়ী হয়। শৈলকূপা উপজেলার ভাটই বাজার সংলগ্ন একটি গ্রামীণ সড়কে দ্রুতগতিতে মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীরা মৃদুস্বরে কয়েকটি স্লোগান দেন এবং এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিল চলাকালীন সবাই মুখে মাস্ক পরেছিলেন।
রাতেই আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে শুরু করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, "একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি আসলে কোথায় হয়েছে তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।"