
ময়মনসিংহের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যা কলেজে উত্তেজনা সৃষ্টি করেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তেজনা চলছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
কলেজ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে পছন্দ করেন কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। একই ছাত্রীকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করেন। এ নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। সকাল ১০টার দিকে এই দ্বন্দ্ব মুখোমুখি সংঘর্ষে পরিণত হয় এবং দুই বর্ষের শিক্ষার্থীরা কলেজ চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় কিছু মানুষ কলেজের টিনশেড সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি গুরুতর আকার নিলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, "একজনকে দুজন ভালোবাসে। সকাল থেকে কলেজ চত্বরে দুজনের মধ্যে কে কার আগে ভালোবেসেছে এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে।"
জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি শান্ত রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।"
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, "এক মেয়েকে দুজন পছন্দ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"