‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’


‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’

কিশোরগঞ্জের অষ্টগ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিকের সঙ্গে অপমানজনক ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে আনসার-ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়ার বিরুদ্ধে। দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে গেলে বুধবার উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজায় আনসার মোতায়েন এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে জানতে চাইলে প্রশিক্ষক রমজান মিয়া তাদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন। দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের মাহবুব আলমকে তিনি অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাহবুব আলম বলেন, “তথ্য নিতে গেলে রমজান মিয়া আমাদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন, সাংবাদিক পরিচয় শুনে আরও ক্ষিপ্ত হয়ে বলেন, ‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি, কত নিউজ হইছে! বেরিয়ে যান, যা পারেন গিয়ে করেন।’”

ঘটনার পর রমজান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বিষয়টা পরে দেখব।" তিনি আরও যোগ করেন, “কটিয়াদীতে সাংবাদিকদের সঙ্গে আমার একটি ঝামেলা হয়েছিল, যা বিভিন্ন পত্রিকায়ও এসেছিল। এজন্যই আজকে আমি হাওরে জেল খাটতে এসেছি।”

পুরো বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার। তিনি বলেন, “যা কিছু হয়েছে তা সঠিক হয়নি। আমি পূজার কাজের চাপে আছি। একটু সময় করে বিষয়টি সমাধান করব।”

জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আশরাফুল হক বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। তবে ব্যস্ততার কারণে এখনও কোনো ব্যবস্থা নিতে পারেননি।

এদিকে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান জানিয়েছেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি আনসার-ভিডিপি কর্তৃপক্ষকে জানাব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×