গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু


গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্না (মুন্না চেয়ারম্যান) গাইবান্ধা জেলা কারাগারে মারা গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালেই অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারা কর্তৃপক্ষ জানায়, এটি স্বাভাবিক মৃত্যু হলেও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় এবং ইসিজি পরীক্ষায় জানা যায় তিনি আর জীবিত ছিলেন না।

মুন্নার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে একের পর এক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল। তবে কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, “ময়নাতদন্ত সম্পন্নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী মুন্নাকে গ্রেপ্তার করে। জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে বের হওয়ার আগেই নতুন আরেক মামলায় তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×