নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
- নীলফামারী প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর ডিমলায় কমিটি গঠনে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ এনে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খগারহাট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা কমিটি স্বেচ্ছাচারিতায় লিপ্ত এবং নিয়ম-নীতির তোয়াক্কা না করে কমিটি বাণিজ্য করছেন। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের উপজেলায় নেতৃত্বে বসানো হয়েছে। এক নেতাকর্মী বলেন, "তারা কোনো ধরনের নিয়ম কানুন মানেন না। ইচ্ছে মতো তারা কমিটি দেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ও স্থানীয় পর্যায়ে আমাদের সম্মান নষ্ট হচ্ছে। তাই আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে আজকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।"
সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম।