পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না : ফয়জুল করীম


পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না, কালো টাকার ছড়াছড়ি থাকবে না, পেশীশক্তি ব্যবহার করা হবে না, ভোট ছিনতাই হবে না, লুটপাট হবে না, ডাকাত-গুন্ডা-বদমায়েশ আর ক্ষমতায় যেতে পারবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পিআর সিস্টেমে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য বন্ধ হবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে, যেখানে সব আদর্শের মানুষ অংশ নেবে। কোনো ভোট নষ্ট হবে না। এমন সংসদ হবে যেখানে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধান হবে, আর রাস্তায় হরতাল-অবরোধের মতো ঘটনা ঘটবে না।

সমাবেশে ইসলামী আন্দোলনের জেলা কমিটি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিতকরণ এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এই আয়োজন করে।

ফয়জুল করীম বলেন, আজকের রাজনীতি এতদূর চলে এসেছে যে সাধারণ মানুষও খুনি ও ডাকাত হয়ে যাচ্ছে। আবরার-ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনায় দেখা যায়, শিক্ষার্থীরাও দলের রাজনীতির কারণে অপরাধী হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামী দল করার উদ্দেশ্য হলো দেশের মানুষকে নিরাপত্তা, সন্তান ও সম্পত্তির সুরক্ষা দেওয়া। গরিব, এতিম, মজদুর ও শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী দল কাজ করবে। ইসলামের অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু বর্তমান অর্থনীতি শুধু ধনীদের জন্য। ব্যাংক ধনীদেরকেই ঋণ দেয়, গরিবদের নয়।

ফয়জুল করীম অতীত শাসক ও সরকারের ব্যর্থতার উদাহরণ তুলে ধরে বলেন, ৫৩ বছরের শাসনে কেউ জাতিকে মুক্তি দিতে পারেনি। আমরা রাসূলের (সা.) আদর্শ বাস্তবায়ন করতে চাই। মদিনার চেতনা ও কোরআন-হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করব।

তিনি বর্তমান নির্বাচনী প্রতীক ও প্রচলিত দলীয় রাজনীতির তুলনায় হাতপাখা মার্কার গুরুত্ব তুলে ধরে বলেন, হাতপাখা মার্কা এমন প্রতীক যা গরিব ও ধনীদের শান্তি দেয়। তাই আগামীর মার্কা হাতপাখা মার্কা।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াদুদ, সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। অন্যান্য বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের জেলা আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদ, গণঅধিকার পরিষদের জেলা কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু।

গণসমাবেশ শেষে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জয়পুরহাটের দুই আসনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেন। জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) থেকে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) থেকে মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদ প্রার্থী হবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×