বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের


বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পারিবারিক ঝগড়ার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ওমর ফারুক খোকা (২৮), তিনি মৃত জাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ফারুক খোকা এবং তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে নিজের বাড়ির গাছ থেকে ডাব নেওয়া সংক্রান্ত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আক্তার হোসেন ছুরিকাঘাত করে ফারুককে ঘটনাস্থলেই হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, ডাব পাড়া সংক্রান্ত বিরোধই হত্যার মূল কারণ। ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে, তাকে আটক করার চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×