কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে, অতিথি তালিকায় নেই ফজলুর রহমান
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ প্রায় এক দশক পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন হতে যাচ্ছে। এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও আলোচনায় উঠে এসেছে এক প্রাক্তন সভাপতিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, যিনি জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের কারণে তিন মাসের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তাকে সম্মেলনে অতিথি করা হয়নি। সম্মেলনের দাওয়াতপত্র ও ব্যানারেও নেই তার নাম।
আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ফজলুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করব আমার স্থগিত আদেশ উঠিয়ে নিন। সামনে কিশোরগঞ্জ জেলা সম্মেলন। আমি দীর্ঘ আট বছর ধরে এ সম্মেলন করেছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারব না কে সহ্য করতে পারে এগুলো? আমিও তো মানুষ। এ দলের জন্য জেল খেটেছি, নির্বাসনে থেকেছি। দেশনেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তৃতা দিয়েছি, যেটা বিশ্ব রেকর্ড। তবু একটি কথার জন্য আমাকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
তারেক রহমানের নামসহ দলীয় বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বক্তৃতা করার প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, বিএনপির নেতাদের চাঁদাবাজি আর ধান্দাবাজির বিরুদ্ধে আমি কথা বলেছি। এমন বক্তৃতা আর কেউ দেয়নি। এখন আপনাদের অনুরোধ করি সম্মেলনের আগে এই আদেশ তুলে দিন।
অতীতের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খালেদা জিয়া আমাকে আহ্বায়ক করে কিশোরগঞ্জে দল গঠন করতে বলেন। আমি তখন আহ্বায়ক ও পরে সভাপতি ছিলাম। হামলার শিকার হয়েছি, হাসপাতালে থেকেও সম্মেলনে হাজির হয়েছি।
ফজলুর রহমান আক্ষেপ করে বলেন, কিশোরগঞ্জে আট বছর নেতৃত্ব দিয়েছি। এখন যখন হাজারো নেতাকর্মী সম্মেলনে জড়ো হবে, তখন আমি ঢাকায় বসে থাকব? যে বিএনপির জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছি, সেই বিএনপিতেই কি কেউ বলতে পারবে না ফজলু সম্মেলনে আসুক?