নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের চার বছর বয়সী সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) এবং তাদের ছেলে আফরান (৪)। শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে।

পুলিশ জানিয়েছে, ওই পরিবার সাততলা একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, নিহতদের বড় ভাই অলিউল্লাহ লাভলুর ভাষ্যমতে, “মা ও সন্তানের মুখে বালিশচাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

তারেক আল মেহেদী আরও বলেন, “নিহত হাবিবুল্লাহ শিপলু একটি সমিতিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন। তবে ওই সমিতির মালিক গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায়। এরপর গ্রাহকরা মালিকসহ শিপলুর বিরুদ্ধেও মামলা করে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×