খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি


খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

খুলনার বেসরকারি হাসপাতাল থেকে চার দিনের নবজাতক চুরির হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মহানগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালের তৃতীয় তলা থেকে এ নবজাতক চুরি হয়।

নবজাতকের আত্মীয়-স্বজনরা জানান, মোংলা সিগন্যাল রোড এলাকা থেকে আসা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির চার দিন আগে ছেলেসন্তান হয়। সোমবার দুপুরে তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ জানান, এ খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×