ফরিদপুরে আমেরিকান বন্দুকসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক


ফরিদপুরে আমেরিকান বন্দুকসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক
ছবি: সংগৃহীত

ফরিদপুরে রাতে এক যৌথ অভিযানে আমেরিকান তৈরি একটি ডাবল ব্যারেল বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক হওয়া ব্যক্তি মাহফুজুর রহমান সবুজ, যিনি ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদে আছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুর এলাকার আলীপুর মহল্লায় তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সবুজকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে একটি অবৈধ ডাবল ব্যারেল বন্দুক জব্দ করা হয়।

ফরিদপুর কোতয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “সবুজ দীর্ঘদিন ধরে এই অবৈধ অস্ত্র নিজের কাছে রেখেছিলেন। তাকে আটক করে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এই ঘটনার প্রতিক্রিয়ায় ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে বিস্তারিত কিছু জানেন না।

তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থেকে পরিচালিত হয় এবং এ বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×