কেরানীগঞ্জে দিনে দুপুরে যুবককে গলা কেটে হত্যা


কেরানীগঞ্জে দিনে দুপুরে যুবককে গলা কেটে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে রাস্তায় গলা কেটে হত্যা করা হয়েছে সগীর নামে এক যুবককে। দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সগীর রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। মাত্র চার মাস আগে তিনি স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন।

সগীরের স্ত্রী টিনা জানান, “সকালে সগীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, পথেই অজ্ঞাত ব্যক্তিরা তার স্বামীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে রেখে গেছে।”

পুলিশ জানায়, খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দলও।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি সিআইডি’র একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।”

এই হত্যার নেপথ্যে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল - তা এখনো নিশ্চিতভাবে বলা যায়নি। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×