বরগুনায় গলা কেটে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২


বরগুনায় গলা কেটে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

বরগুনার বামনা উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: স্থানীয় বাসিন্দা মো. সাইফুল (২৫) এবং মো. হৃদয় (২২)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে, হত্যার ঘটনার প্রায় ৭ ঘণ্টার মধ্যে, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ এবং স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মো. আজিজুল (২২) তার অটোরিকশায় যাত্রী নিয়ে বলইবুনিয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে যাত্রীরা পরিকল্পিতভাবে তাকে গলাকেটে হত্যা করে। পরে মরদেহ ফেলে রেখে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

আজিজুলের মরদেহ স্থানীয় একটি কচুরিপানায় ভরা ডোবার পাশে অর্ধ-ডুবন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই অভিযান শুরু করে পুলিশ। রাতেই সন্দেহভাজন দুই আসামিকে আটক করে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।

ওসি হারুন অর রশীদ হাওলাদার বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×