বরগুনায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার


বরগুনায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে এবং পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া নামক এলাকার ঈদগাহ ময়দান সংলগ্ন সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের থেকে জানা যায়, রাতে আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে মরদেহ ফেলে অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে পথচারীদের নজরে আসলে, খবর পেয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী ঢাকা ওয়াচ-কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×