মানিকগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার


মানিকগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আইনে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ওরফে মট্টু (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মট্টু দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের মৃত মেহের আলী আহমেদের ছেলে। বর্তমানে তিনি মানিকগঞ্জ শহরের শহীদ তজু সড়কের (খালপাড়) নিজ বাসায় বসবাস করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×