৩০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৪৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্র থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি পাঁচটি ফিশিং ট্রলার ও অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে। আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।
তিনি জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর আসে যে, বিকেলে মিয়ানমার সীমান্ত থেকে দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা আসে। এ সময় মাছ ধরার জন্য জাল ফেলতে থাকা কয়েকটি ট্রলারকে লক্ষ্য করে ধাপে ধাপে পাঁচটি ট্রলারসহ প্রায় ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। পরে তাদের নিজস্ব ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
আজিম উদ্দিন আরও বলেন, আটক জেলেদের প্রকৃত সংখ্যা ৩০ জনের চেয়েও বেশি হতে পারে। এর মধ্যে তিনটি ট্রলার টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুটি শাহপরীর দ্বীপের জেলেদের মালিকানাধীন।