দেশে এখন নির্বাচনী পরিবেশ নেই: তুষার


দেশে এখন নির্বাচনী পরিবেশ নেই: তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, যারা জাতীয় পার্টিকে ধরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে, তারা আদতে দেশে সুষ্ঠু নির্বাচন নয়, বরং গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তুষার বলেন, “জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচনে অংশ নিয়েছেন। তাই তার গণতন্ত্র বা গণঅধিকার পরিষদের বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই।” তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে রক্ষার কোনো দায় বিএনপির নেই, বরং এখন তাদের প্রমাণ করতে হবে তারা সত্যিই গণতন্ত্রের পক্ষে কিনা।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের সব অন্যায়-অবিচারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। তাদের নেতারা দুর্নীতি ও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তিনি দাবি করেন, সরকারের উচিত এসব সম্পদ ক্রোক করে তাদের বিচারিক প্রক্রিয়ায় আনা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারোয়ার তুষার বলেন, “ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও দেশে এখন কোনো নির্বাচনী পরিবেশ নেই। বরং পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, ঢাকা শহরে ছাত্রলীগ ও যুবলীগ প্রকাশ্যে মহড়া দিচ্ছে এবং প্রশ্ন তোলেন, “সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো আসলে কী করছে?”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন করতে চাইলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং নুরুল হক নুরকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় অস্থিতিশীলতা বাড়বে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×