স্বেচ্ছাসেবক দলের নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদের হাসানুর রহমান


স্বেচ্ছাসেবক দলের নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদের হাসানুর রহমান

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনুর কবির ও তার পরিবারকে লক্ষ্য করে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হয়েছেন শাহিনুরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহিনুর সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী এবং পতিত আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মামলার এজাহার অনুযায়ী, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহিনুরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ এবং বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। তিনি দোকানে আশ্রয় নিলে শাটার ভাঙে তার ওপর পুনরায় মারধর চালানো হয়।

শাহিনুরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানাও হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল্লাহ গুরুতর আহত হন। পারুল সুলতানাকে পিটিয়ে জখম করা হয়, তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শাহিনুর অভিযোগ করেছেন, ২০২৩ সালে বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে রুহুল হক ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমারের প্রভাবে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। এছাড়া হাসান বিভিন্ন সময়ে সরকারি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছেন।

পাটকেলঘাটা থানায় শাহিনুরের বাবা লিয়াকাত গাজী একটি মামলা করেছেন, যেখানে হাসানসহ ১০ সহযোগীর নাম উল্লেখ রয়েছে।

অভিযুক্ত হাসানুর রহমান হাসান দাবি করেছেন, জমির কাগজ আমাদের রয়েছে, কিন্তু তারা জোর করে দখল করছে। আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়েছে কি না তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

পাটকেলঘাটা থানার ওসি শহিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×