পুলিশ সদস্যের আত্মহত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি


পুলিশ সদস্যের আত্মহত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি

বান্দরবানের পুলিশ লাইনের চারতলা ভবনের দোতলা থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদরের বালা ঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এই ঘটনা ঘটে। আহত রাশেদুল ইসলাম জামালপুলের সরিষাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে এবং বর্তমানে বান্দরবান পুলিশ লাইনে কর্মরত।

পুলিশ জানায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি পুলিশ লাইন হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ ব্যারাকের দোতলা থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি পা থেকে আলাদা হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, এক পুলিশ সদস্য ছাদ থেকে লাফ দিয়েছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং লাইনের হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×