আঃ লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম


আঃ লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একে অপরের চোরে চোরে মাসতুতো ভাই। তিনি বলেন, এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, এখন সেই চোর তাদের ব্যানারে আশ্রয় নিচ্ছে। চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হতে পারেনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি-টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করা দরকার। অন্তর্বর্তী সরকারকে বলছি, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ জনগণের আস্থার সংকট তৈরি করছে। খুনিদের বিচারের মঞ্চে নিয়ে আসাই আপনার কাজ।

তিনি মন্তব্য করেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটি বাস্তবায়ন হবে না।

সারজিস আরও বলেন, যারা ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে নিরীহ আলেমদের ওপর নৃশংস হত্যাকাণ্ড এবং ২৪-এর অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে, তারা কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা আসলে দেশে নির্বাচন চায় না, বরং গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়। যারা এ পরিকল্পনায় জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপিকেও এখন প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কি না। বিএনপি যখন গত ১৫ বছর নির্যাতনের শিকার ছিল, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তারা খুন-গুমসহ আওয়ামী লীগের সব অপকর্ম বৈধ করেছিল।

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির ব্যানারে গত তিনটি নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকেই দুর্নীতিবাজ, অবৈধ সম্পদ রয়েছে। সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে সম্পদ ক্রোক করা এবং বিচার ব্যবস্থার আওতায় আনা। নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হলেও এখন দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।

সারোয়ার তুষার সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে অ্যাকশন নিন। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। সরকার ও গোয়েন্দা বাহিনী কি করছে? ঢাকা শহরের হাতিরপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের অপকর্মের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ২৩৪ বিলিয়ন ডলার শেখ হাসিনা গত ১৫ বছরে পাচার করেছে। ওই টাকা দেশের প্রতিটি গ্রামে ভাগ করা হতো, প্রতিটি গ্রাম ১০০ কোটি টাকা পেত।

সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাইলে ঢাকায় ছড়িয়ে থাকা আওয়ামী লীগকে গ্রেপ্তার করুন। জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। ভিপি নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×