মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রী মারধরের শিকার
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৪ এম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় ঘরে ঢুকে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত বশির ও তার স্ত্রী রোজিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি নামে এক যুবক প্রায়ই বশিরের বাড়ির সামনে মাদক সেবন করতেন। এ নিয়ে বাধা দিলে রাতে রাব্বিসহ কয়েকজন ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
হামলায় বশিরের মাথায় দুই জায়গায় আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। রোজির ডান হাত ভেঙে যায় এবং মাথায়ও আঘাত লাগে।
প্রতিবেশী মো. আকাশ বলেন, "চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। পরে হাসপাতালে ভর্তি করি।"
রোজি জানান, "আমরা খাওয়া শেষ করছিলাম। হঠাৎ রাব্বি দরজা ধাক্কা দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে সে এবং আরও কয়েকজন আমাদের মারধর করে। ঘরের সামনে মাদক সেবনে বাধা দেওয়ায় এ হামলা চালায়।"
সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, "ঘটনার বিষয়ে পুলিশ আহতদের কাছে তথ্য নিয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হবে।"