সুন্দরবন থেকে ৮ জেলে আটক
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
.png)
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে আট জেলেকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বনবিভাগ জানায়, এসময় তাদের কাছ থেকে চারটি দা, দুটি বৈঠা এবং দুটি ককসিট ভর্তি প্রায় ৩০ কেজি সাদা মাছ জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের আব্দুস সবুর (৩৬), আব্দুল আলিম (৪৫), বুলবুল গাজী (৩৪), মতিউর রহমান (২৪), মহিবুল্লাহ (২৭), আফজাল মোল্যা (২৫); জয়াখালী গ্রামের নুরুজ্জামান গাজী (৩৯) এবং সাহেবখালী গ্রামের আনোয়ারুল মোড়ল (৪১)।
সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, দুই দিন আগে তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেন। প্রবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়ারণ্যে মাছ শিকার করছিলেন তারা। পরে বন আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।