বিএনপি নেতার বাড়িতে সবাইকে বেঁধে ডাকাতি


বিএনপি নেতার বাড়িতে সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে মুখোশধারী ডাকাতদলের হামলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতের আঁধারে সবাইকে বেঁধে রেখে তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে। ভুক্তভোগী আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

আব্দুল হামিদের বর্ণনায়, রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে। তারা পরিবারের সদস্যদের উপর চড়াও হয়ে মারধর করে এবং অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, কয়েকটি মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মামলার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×