ওসির বিরুদ্ধে ব্যবসায়ীকে লাঞ্ছিত ও মামলার হুমকির অভিযোগ
- ফেনী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
.png)
ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করার এবং ঘুষ না দেওয়ায় মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ব্যবসায়ী মো. ইলিয়াছ, যিনি সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইলিয়াছ জানান, ৬ আগস্ট ব্যবসায়িক পাওনা টাকা আদায় এবং নিরাপত্তার জন্য থানায় একটি অভিযোগ করেছিলেন। তবে বৈঠকে ওসি বায়েজীদ আকন বারবার অনুপস্থিত থাকায় কোনো সমাধান হয়নি। এরপর তিনি তদন্ত কর্মকর্তার কাছে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করেন।
তিনি বলেন, ২৩ আগস্ট তাঁকে জানানো হয়, ওসি নিজেই সরাসরি বৈঠকে উপস্থিত হবেন। কিন্তু অসুস্থতার কারণে সেদিন ওসি হাজির হতে পারেননি। এরপর থেকে, অভিযোগ অনুযায়ী, পুলিশ বারবার বাড়িতে গিয়ে পরিবারকে ভয়ভীতি দেখায়।
ইলিয়াছের দাবি, ২৬ আগস্ট তাঁকে জোরপূর্বক থানায় নিয়ে এসে সালিশি বৈঠকে বসানো হয়। সেখানে ওসি বায়েজীদ আকন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দুই দিনের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ দেন। টাকা না দিলে হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই কারণে তিনি বর্তমানে পরিবার নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি বায়েজীদ আকন বলেন, ইলিয়াছ একজন প্রতারক। পাওনা টাকা না দেওয়ার কারণে তিনি পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন।