ভারতে পালাতে গিয়ে সাবেক এমপি শিখরের ভাই হিসাম গ্রেফতার
- মাগুরা প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার হয়েছেন।
সোমবার ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য, হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর প্রস্তুতির অংশ হিসেবে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ভারী লাগেজসহ তাকে আটক করা হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে নাশকতা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগুরাসহ দেশের একাধিক থানায় তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।