নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ


নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ঘিরে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র মজমপুর মোড়ে সড়ক অবরোধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে গণঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী থানা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলকারীরা এসময় স্লোগান দেন ‘ভিপি নুর রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’।

মিছিল শেষে তারা মজমপুর গেটে গিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে দূরপাল্লার পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ কর্মীরা কয়েকটি গাড়িতে সামান্য ভাঙচুর চালান এবং রেলগেটও অবরোধ করেন।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে জিওপির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, “এটা আমাদের তাৎক্ষণিক কর্মসূচি। প্রশাসনসহ যারা ভিপি নুরের ওপর হামলায় জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আন্দোলন আরও তীব্র হবে, শহর অচল করে দেওয়া হবে।”

রাত ১১টার দিকে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বিক্ষোভ সমাপ্ত হয়। জিওপির কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ ঘোষণা দেন, শনিবার বিকেল ৪টায় মজমপুর গেটে ব্লকেড কর্মসূচি পালিত হবে। সেখান থেকেই জানানো হবে পরবর্তী কর্মসূচি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×