চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আসামি করে বিএনপি নেতার মামলা
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩৩ এম, ২৯ আগস্ট ২০২৫

রংপুরের পীরগাছায় চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পীরগাছা থানায় মামলাটি দায়ের করা হয়।
এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন - কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ, চণ্ডিপুরের নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু, শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী, রমজান আলীর আরেক ছেলে শামিম হোসেন, মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন এবং মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি। মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে 'সংবাদ৩৬৫.নিউজ' নামের একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং এর ফেসবুক পেজ ব্যবহার করে আমিনুল ইসলাম রাঙার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছেন।
আমিনুল ইসলাম দাবি করেন, গত ৫ আগস্ট থেকে উল্লিখিত পোর্টাল ও ফেসবুক পেজে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য, পূর্বে ধারণকৃত বিকৃত ভিডিও এবং সাজানো কনটেন্ট প্রকাশ করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। এতে শুধু তার নয়, গোটা বিএনপির ভাবমূর্তিও নষ্ট করার অপচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকৃত সাংবাদিক নন। তারা ভুয়া পরিচয়ে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। এমন কর্মকাণ্ড সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়, বলেও দাবি করেছেন তিনি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে এজাহারভুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।