শেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী
- শেরপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৫ এম, ২৯ আগস্ট ২০২৫

শেরপুর জেলার নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির ২৪ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চন্দ্রকোনা ইউনিয়নের রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও সাধারণ সভায় এই যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। সভাপতিত্ব করেন চন্দ্রকোনা ইউনিয়ন জামায়াতের সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফয়জুর রহমান ফিরোজ যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা শুধু একটি দলে নয়, বরং একটি আদর্শ ও ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। ইসলামের আলোকে জীবন গড়ে তোলার মাধ্যমেই এই সিদ্ধান্তের পূর্ণতা আসবে।”
যোগদানকারী নেতাকর্মীরা বলেন, “জামায়াতের আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতই একমাত্র নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্ম।”
নাম প্রকাশ করা ২৪ জন নতুন জামায়াত সদস্যের মধ্যে রয়েছেন: সোহেল রানা, মো. ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মো. মানিকুল, মো. ফারুক, মো. মামুন, মো. হাসান, মো. সাগর মিয়া, নোনা মিয়া, মো. রাকিবুল হাসান, ইবনে আনাজ, শফিকুল ইসলাম, সরাফাত মিয়া, হায়তুলা, মো. সেকান্দর আলী, মুসুদ, রফিকুল ইসলাম, মো. সিদ্দিক, মিলু মিয়া, মো. সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম এবং মো. মোখন।
জামায়াতে ইসলামী নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার জানান, “যোগদানের আগে এরা প্রায় দুই মাস ধরে দলের সঙ্গে যোগাযোগ করে জামায়াতের আদর্শ ও কাঠামো অধ্যয়ন করেছেন। প্রাথমিকভাবে তাদের সহযোগী সদস্যপদ দেওয়া হয়েছে। তারা পর্যায়ক্রমে কর্মী এবং পরে রোকন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “জামায়াতের সংগঠন কাঠামোতে সদস্যপদ অর্জন একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। এই ২৪ জন এখন সেই পথেই এগোচ্ছেন।”