নওগাঁ শহরের প্রধান সড়ক হবে ৪ লেন, ব্যয় ১২শ কোটি টাকা


নওগাঁ শহরের প্রধান সড়ক হবে ৪ লেন, ব্যয় ১২শ কোটি টাকা

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাবিত প্রকল্পটি অবশেষে নতুন গতি পাচ্ছে। যানজট ও জনদুর্ভোগ কমাতে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জিয়াউল হক।

সভায় জানানো হয়, নওগাঁ শহরের সান্তাহার মোড় থেকে চৌমাসিয়া চত্বর পর্যন্ত ১৬.৫০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,২০০ কোটি টাকা। বাস্তবায়নের পর নওগাঁ শহরকে যানজটমুক্ত করে একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সভায় যুগ্ম সচিব নাজনীন ওয়ারেস, উপসচিব জাহিদুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল এবং উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বিভিন্ন ধাপ, করণীয় ও সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নওগাঁ শহরের প্রধান সড়ক দ্রুত চার লেনে উন্নীত হলে যানজট কমবে এবং শহর আধুনিক নগরীতে পরিণত হবে। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে নওগাঁ হবে আধুনিক ও যানজটমুক্ত শহর। দ্রুত অনুমোদনের পর প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্রসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে মতামত তুলে ধরেন। সভা শেষে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয় এবং নওগাঁ সড়ক বিভাগের অন্যান্য চলমান আঞ্চলিক ও জেলা মহাসড়কের উন্নয়ন কার্যক্রমও দেখা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×