টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড়: এসআই ক্লোজড


টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড়: এসআই ক্লোজড

টাঙ্গাইলের গোপালপুর থানায় যুবদল নেতা আমিনুল ইসলামকে থাপ্পড়ের ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানার ভেতরে আমিনুলের বাম কানে একাধিক থাপ্পড় মারেন এসআই রাসেল। এতে আহত হয়ে তিনি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবগ্রাম উত্তর পাড়ার মৃত আ. মান্নানের দুই ছেলে মিঠু আকন্দ ও মিজু আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সোমবার সালিসি বৈঠক হয়। তবে মিঠু আকন্দ সেখানে অনুপস্থিত থেকে পরদিন পুলিশ নিয়ে হাজির হন। এতে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে থানা থেকে ফোন পেয়ে যুবদল নেতা আমিনুল ইসলাম থানায় যান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে ওসির কক্ষে বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে উত্তেজনা তৈরি হলে আমিনুল ও এসআই রাসেলকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

আমিনুলের অভিযোগ, সেখান থেকে আরেক কক্ষে নিয়ে গিয়ে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় মারেন, ফলে তিনি আহত হয়ে কানে শুনতে পাচ্ছেন না। তবে এসআই রাসেল অভিযোগ অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই রাসেলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×