বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ মরদেহ উদ্ধার
- কেরানীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৭ পিএম, ২৩ আগস্ট ২০২৫

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এই মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা।
তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩ বছর বয়সী একটি শিশু, দুই নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি সেলোয়ার-কামিজ।
এই নারীর মরদেহ উদ্ধারের এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়নায় মোড়ানো অবস্থায় তিন বছর বয়সী এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, একই সময় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও চেক ফুল শার্ট এবং নারীর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সেলোয়ার। তাদের শরীরে আঘাতের হালকা চিহ্ন ছিল বলে জানান তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বলেন, “কেরানীগঞ্জে মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরদিকে বুড়িগঙ্গার জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে আরও একজন নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।”