গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার


গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

গোপালগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২২ আগস্ট) রাত ২টা থেকে ভোর ৩টা পর্যন্ত গোপালগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সদর উপজেলার থানাপাড়া এলাকায় অবস্থিত ডা. বাবরের বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না।

অভিযানে বাবরের বসার ঘরের বাথরুমের ফ্লাশের পানির ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জানিয়েছে, এই অভিযান ছিল কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ। অভিযানে সেনাবাহিনীর টহল দলের পাশাপাশি গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন। অভিযান শেষে উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ সদর থানায় জমা দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, “গত রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে একপি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে সদর থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×