পঞ্চগড়ের বাংলাবান্ধায় ৫ নারীকে ফেরত দিল বিএসএফ


পঞ্চগড়ের বাংলাবান্ধায় ৫ নারীকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে এই কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া।

বৈঠক শেষে বিএসএফ আটক পাঁচ বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত দেয়া নারীরা হলেন– জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এসব নারী গত এক বছর ধরে ভারতের গুজরাটে গৃহস্থালী ও পার্লারে কাজ করতেন। প্রায় ৪-৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে যায় এবং পরে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “৫ জনকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×