মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (৩৩) ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
বুধবার (২০ আগস্ট) ভোররাতে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযান চলাকালে তার বাড়ি থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি বুলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র উদ্ধারের পর রফিকুল ইসলামকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রফিকুল কীভাবে হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ত হলো এবং তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, হরকাতুল জিহাদ বহু বছর আগে সরকার নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনো গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের সদস্যরা সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে।
এ ধরনের গোপন জঙ্গি তৎপরতা দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।