গৃহকর্তাকে হত্যা করে ৪ গরু লুট, ২ নিরাপত্তাকর্মী আটক


গৃহকর্তাকে হত্যা করে ৪ গরু লুট, ২ নিরাপত্তাকর্মী আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এক গৃহকর্তাকে হত্যা করে চারটি গরু লুটের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন হাজী মহর উদ্দিন (৭০)। তিনি রবিবার (১৭ আগস্ট) রাতে হামলার শিকার হন এবং সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতের ভাই হাজী জহিরুদ্দিন জানান, রাত ২টার পর ১৫-২০ জন দুর্বৃত্ত বাড়িতে হানা দিয়ে গোয়ালঘর থেকে গরু লুট করে। মহর উদ্দিন বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে এনাম মেডিক্যালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

এ সময় বাড়ির পাশেই অবস্থিত ‘এভার লাইট’ ব্যাটারি ফ্যাক্টরির ১০-১২ জন সিকিউরিটি গার্ড থাকলেও তারা কোনো সহায়তা করেননি বলে অভিযোগ উঠেছে। নিহতের ছেলে নুরুল ইসলামও ঐ ফ্যাক্টরিতে সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু সহকর্মীরা তার ডাকে সাড়া দেননি।

ঘটনার পর সিকিউরিটির অসহযোগিতার কারণে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তারা দাবি করেন, ফ্যাক্টরি কর্তৃপক্ষ এলাকাবাসীর সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে না এবং বসতবাড়ি সরিয়ে দিতে চায়।

ঘটনার পর পুলিশ ফ্যাক্টরির সুপারভাইজার সোহেল রানা ও গার্ড আমির হামজাকে আটক করেছে। ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজও জব্দ করা হয়েছে।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, ১০ থেকে ১২ জন লোক গরুগুলো চুরি করছিল। তখন ঐ বাড়ির মালিক বাধা দিলে তারা তাকে আঘাত করে। আহত অবস্থায় মহর উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। এছাড়া ঐ বাড়ি পাশেই ঐ ব্যাটারি ফ্যাক্টরি। বাড়ির লোকজন অনেক ডাকাডাকির পরও ফ্যাক্টরির ভেতর থেকে দেখলেও সিকিউরিটিরা কেউ এগিয়ে আসেনি এবং নাগরিক হিসেবে দায়িত্ব পালনে সহযোগিতা করেনি। তাই তাদের দুইজনকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরাও নিয়ে এসেছি। তাদের কোম্পানিও বিষয়টি দেখছে। উত্তেজিত জনতা ফ্যাক্টরিতে কয়েকটি ঢিল মেরেছে। তবে আমরা শান্ত থাকতে বলেছি। লাশ ময়নাতদন্ত শেষে এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×