রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি-নাতনির মৃত্যু


রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি-নাতনির মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাতে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তারের মৃত্যু হয়। নিহত ফরিদা আক্তার উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী। মারিয়া আক্তার প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে।

আহতরা হলেন—মারিয়ার মা হাফসা আক্তার (২৬), রেনুয়ারা খাতুন (৪৫), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭) ও রুবেল মিয়া (২২)।

আহত রুবেল মিয়া জানান, তারা সবাই কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে এক অসুস্থ স্বজনকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বনির্ভর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকরা মারাত্মক আহত ফরিদা ও মারিয়াকে ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে দুজনেই মারা যান।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, “দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। তবে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে।”

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×