ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক


ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

ফেনীতে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় গ্রেপ্তার হয়েছেন ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

তিনি জানান, "গ্রেপ্তার তপন গেল বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা ও খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাকে ফেনীতে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ফেনী আনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তপনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় দায়ের হওয়া ছাত্র আন্দোলনের হত্যা মামলাটি এবং ছাগলনাইয়া থানায় করা বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হামলার মামলাটি উভয়ই এজাহারভুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে ফেনীতে এনে আদালতে হাজির করার পরপরই পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×