চাঁদাবাজ-দখলদাররা বিএনপির লোক নয় : শামসুজ্জামান দুদু
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:১৪ পিএম, ০৯ আগস্ট ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু স্পষ্ট করে বলেন, চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির সদস্য নয় এবং যারা দেশের ক্ষতি করে, তাদের দল থেকে দূরে রাখা হবে। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা দলের নীতি বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করে এতিমের টাকা খাওয়ার প্রসঙ্গ উত্থাপন করলেও তিনি নিজেই ব্যাংকের টাকা পাচার করেছেন। তিনি বলেন, “মুজিবকন্যা পালায় না” বলে বারবার দাবি করলেও এখন শেখ হাসিনা ভারত পালিয়ে বসেছেন, যেখানে আমাদের সীমান্ত বন্ধ ও ভিসা নিষেধাজ্ঞা রয়েছে এবং সেখানে আমাদের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সরকার গঠন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তখনই বিএনপি নেতারা দেশে ফিরে আসতে পারবেন। চুয়াডাঙ্গায় ধানের শীষের সমর্থনে মাঠ তৈরি শুরু হওয়ায় দলের কিছু অপকর্মের জন্য হওয়া ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
দুদু বলেন, বিএনপির নেতারা জোরপূর্বক এমপি হন না, বরং তাদের সংগ্রাম দীর্ঘ ও ন্যায়সঙ্গত। তিনি শহীদ জিয়ার নেতৃত্বে ভালোবাসা ও দেশের প্রতি দায়বদ্ধতার রাজনীতির কথা স্মরণ করান এবং বর্তমান সরকারের সীমান্ত নীতির তীব্র সমালোচনা করেন।
আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি জানান, এই নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বী দলের প্রতি জনগণের আস্থা থাকবে না। তাই চুয়াডাঙ্গায় ধানের শীষের জন্য মাঠ প্রস্তুত করা হবে, যা আজ থেকে শুরু হয়েছে।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা।