নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন


নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

নওগাঁ জেলার ধামইরহাট সীমান্ত দিয়ে ১৪ জন এবং সাপাহার সীমান্ত দিয়ে আরও ৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৮ আগস্ট) ভোর রাত পৌনে ৩টার দিকে ধামইরহাট উপজেলার সাতনা পাড়া সীমান্ত পিলার ২৭১/১-এস এর কাছাকাছি পয়েন্ট দিয়ে পুশ ইন করা হলে বিজিবি সদস্যরা ওই ১৪ জনকে আটক করেন।

এই ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দীর্ঘ সময় হাসপাতালে বসিয়ে রাখলেও বিজিবি সদস্যরা ছবি বা প্রয়োজনীয় তথ্য দেননি, যা স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

সূত্র অনুযায়ী, পত্মীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবির কালুপাড়া বিওপির অধীন টহলদলের নেতৃত্বে হাবিলদার রুপন চাকমা সীমান্ত পিলার ২৭১/১-এস এর ৫০ গজ ভেতরে সাতনা পাড়া আমবাগান এলাকা থেকে ৬ নারী, ১ কিশোরী, ৩ শিশু এবং ৪ যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন।

আটককৃতরা হলেন- খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) ও মো. ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২), আসমাউল শেখের মেয়ে আশিকা (৪), বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ে রাকেয়া শেখ (২৮), গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭), কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ (০৭), কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে দুলি বেগম (৪০)। 

জানা গেছে, এরা আগে বিভিন্ন সময় সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাস করছিলেন। পরে বৃহস্পতিবার (৭ আগস্ট) তাদের বিমানে করে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ ফেরত পাঠায় এবং পরদিন ভোরে বাংলাদেশে পুশ ইন করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, "বিষয়টি সম্পর্কে শুনেছি, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে আরও চারজন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে দুজন নারী ও দুজন শিশু রয়েছেন।

সাপাহার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার উথুলি গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা খাতুন (৩৮), একই থানার চানপুর গ্রামের বলাম সিকদারের স্ত্রী রূপালি (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আড়াই বছর বয়সী শিশু রমজান ও শিশু চাদনী (৮)। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, "ভোর সাড়ে ৪টার দিকে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×