টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশঃ ১১:১৬ এম, ০৭ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে সকালের শুরুতেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন– জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, আমিনুলের ছেলে স্বপন মিয়া এবং নুরু ইসলামের ছেলে জুয়েল।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “সকাল আনুমানিক ৭টার দিকে ধনবাড়ী থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটতলায় দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ও মোটরসাইকেলচালক এবং আরোহী ঘটনাস্থলে নিহত হন।”
সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।