হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ পালাল


হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ পালাল

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশি নজরদারির মধ্যে থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যার মূল অভিযুক্ত একজন আওয়ামী লীগ নেতা এবং ৯টি হত্যা মামলার আসামি।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

পলাতক ব্যক্তি আব্দুল মজিদ, যিনি কাগাপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাগাহাতা গ্রামের বাসিন্দা।

প্রবাস কুমার বলেন, “বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নয়জন নিহত হয়েছিলেন। এসব মামলার আসামি আব্দুল মজিদ।”

তিনি আরও জানান, “সোমবার দুপুর ১২টার সময় পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় তুলে দেয়। এ সময় গ্রামের কয়েকজন ব্যক্তি বাধা সৃষ্টি করলে মজিদ কৌশলে হাতকড়া পরেই নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।”

পুলিশ পলাতক আব্দুল মজিদকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×