উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত : সাদিক কায়েম


উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত : সাদিক কায়েম

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা দায়িত্ব পালনের চেয়ে ভোগ-বিলাসে বেশি মনোযোগী হয়ে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এখন তারা সেই চেতনা বিস্মৃত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন সাদিক কায়েম।

তিনি বলেন, আমরা যাদের ছাত্র উপদেষ্টা হিসেবে দেখেছি, তাদের মধ্যেও দুর্নীতি ও ব্যর্থতা চোখে পড়ছে। আমরা আশাবাদী ছিলাম, তারা শহীদদের পথ অনুসরণ করবেন, কিন্তু তা হয়নি।

তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনার শাসনামলে আমাদের দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, ৪০ হাজারের বেশি মানুষ পঙ্গু হয়েছেন। কিন্তু সেই মানবাধিকার লঙ্ঘনের এক বছর পেরিয়ে গেলেও কোনো রায় দেখতে পাইনি, যা আমাদের চরমভাবে হতাশ করেছে।

জুলাই আন্দোলনকে সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটি পক্ষ সার্বজনীন আন্দোলনকে বিভাজনের পথে নিয়ে যাচ্ছে। যা জাতির প্রত্যাশার বিপরীতে যাচ্ছে, বলেন সাদিক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শহীদদের স্বপ্ন অনুযায়ী ৯ দফা ও ১৯ জুলাই থেকে ২ আগস্টের মধ্যকার মূল আন্দোলনের প্রতিফলন না থাকে জুলাই সনদ ও ঘোষণাপত্রে, তবে সেটি গ্রহণযোগ্য হবে না। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে তা প্রণয়ন করতে হবে।

আন্দোলনে অংশগ্রহণকারী সহযোদ্ধাদের আচরণেও হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি নয়, পুরো জাতি হতাশ। কিছু মানুষ বিষোদগার করছে। আমরা তাদের ভালোবাসা দিয়ে জয় করতে চাই। ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সাদিক কায়েম আরও বলেন, জুলাই আন্দোলন কোনো দলীয় ব্যানারে ছিল না। শহীদদের মধ্যে কেউ বামপন্থী, কেউ ইসলামী চিন্তাধারার কিন্তু সেই পরিচয় মুখ্য ছিল না। তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাই তাদের দলীয় রঙে রাঙানো শহীদদের অসম্মান করার নামান্তর।

তিনি জানান, ছাত্রশিবির শহীদদের স্মরণে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে, ডকুমেন্টারি নির্মাণ ও স্মারকগ্রন্থ প্রকাশ করছে যেন তাদের ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরের সেক্রেটারি নুরুল হুদাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×