৩ কোটি টাকা তুলতে গিয়ে ২ শিক্ষার্থী আটক


৩ কোটি টাকা তুলতে গিয়ে ২ শিক্ষার্থী আটক

ঝালকাঠি এলজিইডি অফিসে একটি প্রকল্পের বিল তদবির করতে এসে দুই যুবক জনতার হাতে আটক হন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। যদিও লিখিত অভিযোগ না থাকায় এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তারা মুচলেকা দিয়ে মুক্তি পান।

আটক ব্যক্তিরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম (২৪) এবং বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান (২৫)। তারা রাত ৯টা ১০ মিনিটে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অঙ্গীকারনামা দিয়ে ছাড়া পান।

জানা যায়, সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর শাওন খানের নামে তিন কোটি টাকার একটি সড়ক ও সেতু প্রকল্পের চূড়ান্ত বিল তুলতে গিয়ে এই ঘটনা ঘটে। এলজিইডি কার্যালয়ে সিনিয়র প্রকৌশলীর কক্ষে বিল তোলার বিষয়ে তর্কবিতর্ক শুরু হলে বিএনপি-ঘনিষ্ঠ একদল ঠিকাদার ওই দুই তরুণকে আটকে রাখে এবং পরে পুলিশ ডাকে।

ঘটনার পর উপস্থিত হন ঝালকাঠি জেলা বিএনপি, যুবদল, এনসিপি, ছাত্র সংগঠনের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা। তাদের মধ্যস্থতায় থানায় একটি সমঝোতা হয় এবং দুই তরুণকে ছেড়ে দেওয়া হয়। লিখিত বক্তব্যে বলা হয়, বিষয়টি ছিল একটি ভুল বোঝাবুঝি, যা সবার সম্মুখে সমাধান হয়েছে।

তবে, নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর জানান, সংশ্লিষ্ট প্রকল্পের কাজ অসম্পূর্ণ থাকায় বিল ছাড় দেওয়া হয়নি। কিন্তু ওই দুই ব্যক্তি প্রকৃত ঠিকাদারকে ছাড়াই বারবার চাপ প্রয়োগ করেন। এমনকি ঘুষের প্রস্তাবও দেন। তার ঘুষ না নেওয়ার অবস্থানে থাকার কারণে তারা নানা জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ করে হয়রানি করে আসছেন বলেও দাবি করেন প্রকৌশলী।

অন্যদিকে, আটক হওয়া দুই তরুণ দাবি করেন, প্রকৌশলী ইকবাল কবীরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ জানাতেই তারা এলজিইডি অফিসে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপি-ঘনিষ্ঠ ঠিকাদারদের মব আচরণের শিকার হন এবং পুলিশে সোপর্দ হন।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লিখিত অভিযোগ না থাকায় এবং উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বিষয়টি সমাধান হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×