হবিগঞ্জে ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক


হবিগঞ্জে ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে টানা ১৫ ঘণ্টা অন্ধকারে থাকার পর অবশেষে পুরো জেলায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই বিপর্যয় শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিকট শব্দ শোনা যাওয়ার পরপরই উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শুরু করেন। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার এই ঘটনার পেছনে ট্রান্সফরমারে ত্রুটি থাকা বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শাহজিবাজার উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, হঠাৎ একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। ফলে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এদিকে মেরামত কাজ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, বৈরী আবহাওয়া জন্য মেরামতের কাজ বিলম্ব হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা পরে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছি।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে এখন বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×