ইউনিয়ন সচিবকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৫২ পিএম, ৩১ জুলাই ২০২৫

ইউনিয়ন পরিষদের সচিবকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে বিএনপির এক নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে, যার ফলে সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নিত্যানন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বিএনপিকর্মী ফিরোজ বিশ্বাস, শাহীন জোয়ার্দ্দার, আবু হাসেম, দিয়ানত বিশ্বাস এবং আসাদুজ্জামান।
পুলিশ জানিয়েছে, ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির চাল বিতরণ নিয়ে অসন্তোষ থেকে মহিদুল ইসলাম বেশ কয়েকদিন ধরে ইউপি সচিব হাফিজুর রহমানের ওপর চাপ প্রয়োগ করছিলেন। অভিযোগ রয়েছে, দাবি অনুযায়ী সুবিধাভোগীর তালিকা না হওয়ায় বৃহস্পতিবার সকালে ২০ থেকে ২৫ জন অনুসারী নিয়ে পরিষদ কার্যালয়ে হাজির হন তিনি। এরপর সচিবকে জোর করে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। একই সময়ে পরিষদের মূল ফটকে তালা লাগিয়ে ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রাখা হয়।
পরে সচিব হাফিজুর রহমানকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান মহিদুল। বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মহিদুলসহ ছয়জনকে আটক করে এবং ইউপি সচিবকে উদ্ধার করে।
ঘটনার বিষয়ে মহিদুল ইসলাম বলেন, প্রকল্পে অনিয়মের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ইউনিয়ন সচিবকে ডেকে আনা হয়। কে বা কারা পরিষদে তালা ঝুলিয়েছে জানা নেই।
অন্যদিকে ভুক্তভোগী সচিব হাফিজুর রহমান বলেন, বেলা ১১টার দিকে মহিদুল ইসলাম ১০-১৫ জন সহযোগী নিয়ে কার্যালয়ে এসে ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগে আমাকে লাঞ্ছিত করেন এবং জোর করে ইউএনও অফিসে নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস বলেন, ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতারা সচিবকে লাঞ্ছিত করে আমার কার্যালয়ে নিয়ে আসেন। সরকারি অফিসে ইচ্ছে করলেই তালা দেওয়া যায় না। সচিবকে লাঞ্ছিত ও সরকারি দপ্তরে তালা দেওয়ার ঘটনায় ৬ জনকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ইউনিয়ন সচিবকে লাঞ্ছিত, সরকারি কাজে বাধা প্রদান এবং জোর করে ইউএনও অফিসে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।