মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল পুলিশ সদস্যের
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০৯ পিএম, ৩০ জুলাই ২০২৫

জামালপুরে সরকারি কাজে মোটরসাইকেলে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আবিদ হাসান (২৮)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী গ্রামের মৃত নওশের আলীর ছেলে। জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।
ঘটনার বিষয়ে নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর শহরের উদ্দেশে রওনা দেন আবিদ হাসান। তিনি যখন নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌঁছান, ঠিক তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই ইজিবাইকচালক গাড়িসহ সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চালককে শনাক্ত ও আটক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।