কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু


কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের লিংকরোডে মিজবাহ (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভবন থেকে পড়ে এই ব্যবসায়ীয় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আজ বুধবার সকালে (৩০শে জুলাই) লিংকরোড আল মজিদ টাওয়ারের পাশ থেকে নিহত মিজবাহ'র মরদেহ উদ্ধার করা হয়। ভবনের উপর থেকে লাশটি ফেলে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। প্রাথমিকভাবে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যবসায়ীর নিজ বাড়ি চট্রগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে লিংকরোডে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। যেই ভবনের পাশে তার লাশ পাওয়া গেছে সেখানে তিনি ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে চলছে গুঞ্জন। তদন্ত করার পর আসল ঘটনা বা সত্য ঘটনা জানা যাবে বলছে পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×